| বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 340 বার পঠিত
এবারে রেজওয়ানা এলভিস এ্যাওয়ার্ড পেলেন আমেরিকার জ্যাকসন হাইটসে আয়োজিত বিনোদন মাল্টিমিডিয়ার ব্যানারের ঈদ আনন্দ মেলা অনুষ্ঠান থেকে। এই অনুষ্ঠানে রেজওয়ানা এলভিস সহ বাংলাদেশের বিভিন্ন বরেন্য শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা সহ অনেক গোন্যমান্য ব্যক্তিদের এ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এলভিস সহ এই অনুষ্ঠানে এ্যাওয়ার্ড গ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পি ও বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, সংবাদকর্মী জলি আহমেদ, সমাজসেবী নিলুফার শিরিন সহ আরও অনেকে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি এখানে আয়োজন করা হয় দলীয় নৃত্য ও প্রবাসি শিল্পীদের পরিবেশনায় গান। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই ও বিশ্ববাংলা ২৪ টিভি এবং সাপ্তাহিক আজকাল। রেজওয়ানা এলভিস ও জলি আহমেদের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি আরও জমকালো হয়ে ওঠে। রেজওয়ানা এলভিস এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল করে তুলেছেন।
আর এজন্য তিনি বিনোদন মাল্টিমিডিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। অনুষ্ঠানটি নিউইয়র্ক সময় রবিবার সিটির রুজভেল্ট ও ৭৭ স্ট্রিটে মন্চস্থ হয়। অনুষ্ঠানটির সহযোগীতায় ছিলেন জ্যাকসন হাইটস্ বাংলাদেশী বিজনেস এ্যাসোসিয়েশন। ড. আবু জাফর মাহমুদ ফিতা কেটে ও বেলুন উরানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চ্যানেল আইএর যুক্তরাষ্ট্র প্রতিনিধি বিনোদন মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরি, নিউইয়র্ক সিটি মেয়র দপ্তরের এশিয়ান এ্যাফেয়ার্স ভলেন্টিয়ার ফাহাদ সোলাইমান, শাহ গ্রুপের সত্তাধিকারী শাহ্ জে চৌধূরী সহ আরও অনেকে। রেজওয়ানা এলভিস বলেন আমেরিকার বুকে এ যেন একটা ছোট্ট বাংলাদেশে রুপ নিয়েছিলো অনুষ্ঠানটি। এলভিস আরও বলেন তার একাগ্রতা ও নিষ্ঠার ফল তার আজকের এই এ্যাওয়ার্ড।
Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com