মোঃতরিকুল ইসলাম তরুন | শনিবার, ২২ জুলাই ২০২৩ | প্রিন্ট | 408 বার পঠিত
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে এদেশের জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়। দেশের বিদ্যমান সঙ্কট থেকে উত্তরণ করতে সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে সরকারকে বাধ্য করে হলেও সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে।
গত বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৩টায় কুমিল্লা মহানগরীর টাউন হলে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জোন আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জোন পরিচালক ডা. বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা তাজুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন।
খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি সৈয়দ আবদুল কাদের জামালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন নোয়াখালী জোন সহ-পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমদ, ব্রাহ্মণবাড়ীয় জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সিরাজী, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওঃ নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাও: এমদাদ উল্লাহ খান, দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসেন মিয়াজী, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওঃ আমির হামজা, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাও: মাসউদুর রহমান খান, কুমিল্লা মহানগর যুব মজলিস আহবায়ক মাওঃ মোঃ ইলিয়াছ, কুমিল্লা দক্ষিন জেলা যুব মজলিস সদস্য সচিব মাও: আৰু দাউদ বিন হাসান, কুমিল্লা উত্তর জেলা যুব মজলিস আহবায়ক ডাঃ আবু বকর সিদ্দকী প্রমুখ
Posted ২:২৪ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com