| সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 331 বার পঠিত
দেশের গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রতি আসনে পরীক্ষার্থী রয়েছেন ২৩ জন। আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার। এবারের পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।
গতবছরের মতো এবারো আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. বদরুল ইসলাম সুয়েব। তিনি জানান, আগামী ২৭ জুলাই থেকে নেওয়া যাবে প্রবেশপত্র। এ বছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার ৫৪৮টি। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে ২ হাজার ৭২টি, পাশাপাশি বেড়েছে ৯টি আসন। এ হিসাবে প্রতি আসনে লড়ছেন ২৩ শিক্ষার্থী।
এদিকে এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন আছে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
bangladoinik.com | faroque
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com