| সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 329 বার পঠিত
কিন্তু বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে সুযোগ পেয়েও কোটিপতি লিগে খেলতে যেতে পারেননি তাসকিন।
এ বছর কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের; কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে যেতে পারেননি।
একই কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেন তাসকিন।
জিম্বাবুয়ের চলমান জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তাসকিন। তিন ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
জিম্বাবুয়ের লিগে দারুণ পারফরম্যান্সের সুবাদে শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন।
আগামী ৩০ জুলাই এলপিএল শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। সেই সময়ে বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে এশিয়া কাপকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে। বোর্ড অনুমতি দিলে সেই সময়ে শ্রীলংকায় খেলতে যেতে পারেন তাসকিন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
bangladoinik.com | faroque
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com