| সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 333 বার পঠিত
টাইগারদের অনেক জয়ের নায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের মিডলঅর্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। দলের ব্যাটিং বিপর্যয়ে ব্যাট হাতে দলকে বিপদমুক্তও করেছেন বহুবার। অভিজ্ঞ ও পরীক্ষিত রিয়াদ বেশ কয়েকটি সিরিজেই রয়েছেন দলের বাইরে।
রোববার বিশ্বকাপ দলে রিয়াদের থাকা নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এসময় তামিম প্রসঙ্গ আসলে বিসিবি সভাপতি বলেন, আমি একটা সোজাসাপটা বলে দিই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম যখন দুটো ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফির মেন্টর হওয়ার ইস্যুতেও কথা বলেন বিসিবি সভাপতি। বলেন, এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
bangladoinik.com | faroque
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com