মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 748 বার পঠিত
বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক সরকার কাঠামো কে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষে ২৪ জুলাই ইতালিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সামনে বিক্ষোভ সমাবেশে করেন ইতালি বিএনপি।
ইউরোপ বিএনপি র বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসছেন।ইতালির ভেনিস সহ ২৪ টি প্রবেন্সির নেতাকর্মীরা রুমে জড়ো হয়েছে। হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
এদিকে ভেনিস থেকে, ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিমের নেতৃত্বে একটি বাসযোগে নেতা কর্মী ভেনিস থেকে ইতালির রাজধানী রোমে আসেন। সে সময় ইতালি বিএনপি সভাপতি সহ বিভিন্ন নেতা কর্মীরাবক্তব্য রাখেন।
এই সময় বক্তব্যে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। রাতের আঁধারে ভোট দিতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রতিরোধ ও প্রতিহত করতেই তাদের এই কর্মসূচি।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com