শুক্রবার ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেষ মুহুর্তে পিটার হাস-বিএনপির বৈঠকে যা হলো

  |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   859 বার পঠিত

শেষ মুহুর্তে পিটার হাস-বিএনপির বৈঠকে যা হলো

আগামী জাতীয় সংসদ যত এগিয়ে আসছে বিদেশিদের তত্‌পরতা ততো বাড়ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সরব ভুমিকা রাখছে। মাঠের রাজনীতিতে সক্রিয় অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এবং তাদের সঙ্গীরা। এমন পরিস্থিতির মধ্যে আগামীকাল (২৭ জুলাই) ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সামাজিকমাধ্যমে লাইভে এসে সমাবেশ সফল করতে নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে এ দিনে মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। বায়তুল মোকাররম এলাকায় শান্তি সমাবেশ ডেকেছে দলটি।

তবে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে বিএনপির এই মহাসমাবেশ। এ দিন সরকার পতনের এক দফা ঘোষণা করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এক দফা আদায় করতে মাত্র ২৪ ঘণ্টার সময়ও বেধে দেয়া হবে বলে খবরে এসেছে। বিএনপির এই কর্মসূচীর দিন আরো ১০টি রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছে। ফলে রাজনীতির আকাশে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে সমাবেশের মাত্র একদিন আগে হঠাত্‌ করেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে ১০টা পর্যন্ত। তবে বৈঠকে আলোচনার বিষয় কি ছিল সেটি জানা যায়নি।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির সমাবেশের আগের দিন পিটার হাসের এই বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কী কথা হলো পিটার হাসের সঙ্গে? তিনি কি কোনো পরামর্শ দিয়েছেন? নাকি বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানাতে এই বৈঠক? বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিএনপির কেউ।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগান তুলে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেওয়া হয়েছে। এই সমাবেশে কয়েক লাখ মানুষকে সমবেত করে একদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে দলটি।

জানা গেছে, মহাসমাবেশ থেকে সরকারকে দুদিনের আলটিমেটাম দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এরপর আগস্ট মাসজুড়েও কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবেই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চায় বিএনপি। তবে সরকার কঠোর অবস্থান বা রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হলে আন্দোলনের ধরন বদলানোর চিন্তাও রয়েছে।

এদিকে মঙ্গলবার (২৫ জুলাই) নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজে অবাধে নিজেদের ভূমিকা পালনে সবার অধিকারকে সমর্থন করে। ‘বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।’

মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণকে সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার জন্য সহিংসতার ব্যবহার এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার থেকে বিরত রাখার জন্য পরিকল্পিত ব্যবস্থার ব্যবহার।

কালবেলা খবর

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com