মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি | শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 1212 বার পঠিত
সর্বাধুনিক প্রযুক্তির অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালিতে ২৭ জুলাই ২০২৩ বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। দূতাবাসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। এদিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ বিতরণ করা হয়। বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা চালুর জন্য উপস্থিত সেবাগ্রহীতাগণ সন্তোষ প্রকাশ করেন এবং দূতাবাসকে ধন্যবাদ জানান।
Posted ১:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com