মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1841 বার পঠিত
ইতালির ঐতিহ্যবাহী নগরী ভেনিসে প্রবাসী দোহার বাসির আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও গ্রিল পার্টির আয়োজন করা হয় ।
গত শনিবার মেস্ত্রে পার্কো পিরাগেত্ত তে অনুষ্ঠানের আয়োজন করা হয়
প্রবাসজীবনের একগুয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একত্রিত হন দোহার বাসি।
ইতালির ভেনিসে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশীরা গ্রিল পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় অনুষ্ঠান স্থলটি বাংলাদেশীদের একটি মিলন মেলায় পরিণত হয়।
ঈদ পুনর্মিলনীতে ছোট শিশুর সরব ও প্রানোজ্জল সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com