আবু মোছা, রাশিয়া প্রতিনিধি | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1827 বার পঠিত
গেল শনিবার রাশিয়া মস্কোতে বেদেনখা আমান রেস্টুরেন্টে রাশিয়া বিএনপি শাখার উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ফরমায়েশি মিথ্যা মামলার রায় ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জনাব শাহিন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইমন আজিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক আহবায়ক গোলাম মুক্তাদির, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাহার, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম পাটোয়ারীর, এছাড়া আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ার হোসেন সেন্টু, মনির হোসেন, সাবেক কোষাধক্ষ হুমায়ুন কবির, মোজাফফর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক, হাসান মজুমদার, জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন,
এই সময় বক্তারা বলেন ক্ষমতায় টিকে থাকতে বিচারবিভাগকে ব্যবহার করে তারেক রহমান ও জোবাইদা রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে। আবার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এই সাজা দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দখলের অপচেষ্টা আর পূরণ হবে না। কারণ দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে। তার জনপ্রিয়তা কারণেই সরকার ইর্ষান্বিত হয়ে ফরমায়েশি রায় দিয়েছে। এই রায় দিয়ে বিএনপির নেতাকর্মীদের মনবল ভাঙা যাবে না। আমরা সর্বশক্তি দিয়ে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com