নাসরিন আক্তার মৌসুমী , কুয়েত প্রতিনিধি | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1742 বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে ৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় দিবসটি পালিত হয়। শুরুতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্ণারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের নিয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের সব শহিদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।
দ্বিতীয় পর্বে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা। আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পৃথক বাণী পাঠ করে শোনানো হয়। এর পরে বঙ্গমাতার জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিষ্টার শ্রম আবুল হোসেন, ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু.হাসান -উজ-জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, প্রথম সচিব ও (কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, সোনালি ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর কান্ট্রি ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকী, সংগঠক হোসেন আহমদ আজীজ, ফয়েজ কামাল, মোঃ হানিফ মিয়া, আবদুল হাই, মুরাদুল হক চৌধুরী, আলা উদ্দিন আলা, মোঃ কামরুজ্জামান টিটুসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
Posted ১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com