মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1329 বার পঠিত
প্রবাসের মাটিতে বাংলা শিক্ষা ও বাংলা কৃষ্টি কালচার তুলে ধরেন সেই ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করেন বাংলাদেশের প্রকৌশলী ও মল্লিক ট্রেডিং করপোরেশনের সি ই ও মিসেস সুইটি মল্লিক এর পক্ষে জনাব,মোহাম্মদ আব্দুল হালিম, হরাইজন ওয়েলফেয়ার অরগানাইজেশান এর সভাপতি ও বংগ বন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব, ডেভিড এ হাওলাদার ও সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত কমিটির জনাব,মীর এম এম সামিম।
এ সময় অতিথিদের ফুলের শুভেচ্ছা ও সাগত জানান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, শিক্ষীকা মেহেরুন নেছা মলি ও সুরাইয়া আক্তার। অতিথিরা বলেন ইতালিতে জন্ম নিয়ে বেরে উঠা ছেলে মেয়ে দের মুখে বাংলা ভাষা বলতে শুনে খুবই আনন্দিত ও গর্ভবোধ করছি। বাংলা ভাষার জন্য কত মায়ের বুক খালি হয়ছে ভাষা আন্দোলনে।
ইতালির ভেনিসে বাংলা ভাষা শিক্ষা দিয়ে আসছে ১৮ বছর যাবত ভেনিস বাংলা স্কুল, তাই স্কুল পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান এই মহত কাজের জন্য। অতিথিরা অভিবাবকদের উদ্দেশ্য বলেন প্রবাসে ইতালিয়ান স্কুলের পাশা পাশি বাংলা ভাষা শিক্ষার জন্য আপনাদের আগ্রহ দেখে আমরা আনন্দিত ও গর্ভিত। ভেনিস বাংলা স্কুলে এসে আমাদের মনে হলো আমরা বাংলাদেশের কোন একটা স্কুলে আছি। আমরা আহ্বান জানাই সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের বাংলা স্কুলের সার্বিক সহযোগিতার জন্য।
Posted ৭:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com