মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ থেকে | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1270 বার পঠিত
ইউরোপের দেশ আয়ারল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়।
আয়ারল্যান্ড আওয়ামী লীগ, আয়ারল্যান্ড যুবলীগ, ছাএলীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়ারল্যান্ডের কর্ক সিটিতে ১৫ ই আগষ্ট জাতিয় শোক দিবস পালন করেন ।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এর সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহিদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ বলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানায়কোচিত নেতৃত্ব এবং তাঁর পরিবারের মহান আত্মত্যাগকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। একই সাথে বক্তাগণ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ঘৃণ্য, বর্বরোচিত ও কাপুরুষোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
আয়ারল্যান্ড ছাএলীগ সভাপতি ও আয়ারল্যান্ড যুবলীগের সধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ নোমান চৌধুরির পরিচালনায় বিন এন্ড লিফ কফি শপের কনফারেন্স হলে জাতিয় শোক দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের আন্যতম প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদ জনাব রফিক খান।
প্রধান বক্তাঃ জিল্লুর রহমান কর্ক আওয়ামী লীগ সহ সভাপতি সভায় সভাপতিত্ব্য করেন রুপেশ বড়ুয়া ।
বিষেশ অতিথি আয়ারল্যান্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি তৌহিদ হাসান। আয়ারল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক টিপন কান্তি বড়ুয়া। আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান , ছাএলীগ সহ সভাপতি সালাউদ্দিন ভূইয়া ,জিতু বড়ুয়া, আলী রজব, মোফাজ্জাল হোসেন, যুবলীগ নেতা দীপন হোসেন, রাদিন খান, সহ আরো অনেকে।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com