সফিকুল ইসলাম বাদল ম্ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 387 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চাহিদা অনুযায়ী ঘুষ না দেয়ায় তদন্ত বিহীন মিথ্যা বানোয়াট মনগড়া নন এফআইআর প্রতিবেদন আদালতে দাখিল করা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) বাছির আলমের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট বুধবার সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া বাজারে লহরী-কালঘড়া গ্রামবাসীর উপস্থিতিতে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হবি মিয়া,রুবেল মিয়া,খলিল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান,ফয়সাল চৌধুরী,শাহীন আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য বিগত ৩০ জুলাই কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সুমন আহমেদের অনৈতিক কাজের বিরুদ্ধে তিনশতাধিক অভিভাবক ও ছাত্র/ছাত্রী বিক্ষোভ মিছিল শেষে ঐ বিদ্যালয় কতৃপক্ষের নিকট শিক্ষক সুমনের প্রত্যাহারের দাবিতে লিখিত অভিযোগ করে।এরই জের ধরে ফয়সাল চৌধুরী ও সুৃমন মাস্টারের মধ্যে কথা-কাটাকাটি কেন্দ্র করে ফয়সাল চৌধুরী বাদী হয়ে একটি এবং সুমন আহমেদ বাদী হয়ে অপর আরেকটি নবীনগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা এস আই বাছির সুমন আহমেদের অভিযোগটি আমলে নিয়ে গত ২০ আগষ্ট তদন্ত বিহীন নন এফআইআর প্রতিবেদন আদালতে দাখিল করলেও ফয়সাল চৌধুরীর অভিযোগটির কোন তদন্তই করেননি।তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া সহ এস আই বাছির আলমের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ শেষে প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন লহরী-কালঘড়ার গ্রামবাসী।
এসময় উপস্থিত সকলে এস আই বাছিরের প্রত্যাহারের দাবি জানিয়ে জানান,জেলে পাঠানোর ভয় দেখিয়ে রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে এস আই বাছির বিশ হাজার টাকা দাবি করলে মিথ্যা ঘটনায় কিসের টাকা দিবে মর্মে আসামি পক্ষের সাথে কথাকাটাকাটি হয়।পরে বাধ্য হয়ে ১০ হাজার টাকা চেয়ারম্যানের সামনে দিতে হয় এস আই কে।পরে আরো টাকা দাবি করলে সেই টাকা দিতে অস্বীকার করায় সে মিথ্যা বানোয়াট তদন্ত বিহীন প্রতিবেদন দাখিল করেছে।তাই তার শাস্তি হওয়া জরুরি নতুবা তার দ্বারা আরো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধন আমাদের নাগরিক অধিকার সেটাও করতে বাঁধা প্রদান করেছে সুমন আহমেদের ভাই মনির।
ঘুষ লেনদেনের বিষয়টি তার সামনে হয়নি বলে জানিয়েছে রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মনির।
ঘুষ গ্রহণ করার বিষয়টি অস্বীকার করে এস আই বাছির আলম জানান,অভিযোগ নেয়ার দায়িত্ব ওসি সাহেবের আমি শুধু তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছি।
Posted ২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com