কাতার প্রতিনিধি | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 1361 বার পঠিত
শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ কাতার শাখার উদ্যোগে ওলামা ও সুধী সমাবেশের আয়োজন কর হয় গত শুক্রবার দুপুর একটায় কাতারের রাজধানী দোহার ফেমাস রেষ্টুরেন্ট হল রুমে। শানে সাহাবা কাতারের আহবায়ক শায়খ ওয়ালী উল্লাহ আব্দুছ্ ছামাদ আল-গাজী’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শায়খ তোয়াহা ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাহমুদুল হাসান মুমতাজী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মুহাদ্দিস, মুফতি ওয়ালীয়ুর রহমান খান। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শায়খ ফখরুল, শায়খ আব্দুল হালিম, শায়খ মুহিববুর রহমান, শায়খ মুহাম্মাদুল্লাহ বিন ছফিউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন শানে সাহাবা’র কাতারের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক কারী নূর মোহাম্মদ। অনুষ্ঠানে আগত বক্তাগন দেশ-বিদেশে শানে সাহাবা’র সেবামূলক কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি মূলত বাংলাদেশে মসজিদের খতীব, ইমাম , মোয়াজ্জিন ও খাদেমদের সার্বিকভাবে সহযোগিতার বিষয়ে কাজ করেন, এবং প্রবাসীদের সুখেদুঃখে তাদের পাশে থাকেন। মুফতি মাহমুদুল হাসান মুমতাজীর সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com