সফিকুল ইসলাম বাদল , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 394 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম ভাটপাড়া মৌজায় বেইআইনীভাবে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বেপরোয়াভাবে রমরমা বালু মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ফসলি জমির পরিমান হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরুপ প্রভার এবং ফসলি জমি হুমকিতে পড়েছে।
এলাকার প্রভাবশালী মোঃ মানিক গং। উক্ত মানিক মিয়া ও তার ছেলেরা ভাটপাড়া মৌজার জে.এল নং-২৪৪,এস.এ দাগ নং-৭১, জে.নং- ২৫, দাগ নং- ২৩৬, জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু মটির বিক্রয় করিয়া পাশের জমি অর্থাৎ জে.এল নং= ২৫, বি.এস দাগ নং- ২৩৯ এর ভোক্তভোগীদের ০৩ (তিন) ফসলীয় কৃষি জমি ও সেচ পাম্প এর বিরাট ক্ষতির করছে। এলাকার লোকজন প্রভাবশালী মানিক গং’দের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে এলাকাবাসী মানিক গং’দের ভয়ে সাহস করে কিছু বলতে পারছে না। তাছাড়া এলাকার গন্যমান্যব্যক্তিদের তারা কোনো প্রকার তোয়াক্কা না করে জোড় পূর্বকভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে ফসলী জমির অবাধ ক্ষতি করেই চলেছে।
তাছাড়া ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের কারণে সেচ পাম্প চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এ ব্যাপারে মানিক গং’দের সাথে সংবাদকমী মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান যে, ড্রেজার মেশিন বসানোর অনুমতি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু কার কাছ থেকে তিনি অনুমতি নিয়েছে সে ব্যাপারে মুখ কোন সঠিক তথ্য দিতে রাজি হননি। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। ভোক্তভোগীরা ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com