কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 367 বার পঠিত
আনন্দ, আড্ডা, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বংলাদেশ থেকে তের নদী সাত সমুদ্র দূরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে ১৯৯৮ সালে এস.এস.সি পাশ করা ব্যাচমেটদের ২৫ বৎসর রজত জয়ন্তী উৎসব।
শনিবার (১৬ ই সেপ্টেম্বর) বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এর কুইন্স নগরীর ফ্লাশিং বে’র তীরবর্তী ‘ওয়াল্ড ফেয়ার মারিনা’ ব্যানকুয়েট হলে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা পুরোনো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে সাক্ষাৎ, পরস্পরের খোঁজখবর নেওয়া, হাসি-ঠাট্টায় ফিরে গেছেন পুরোনো সেই দিনে।
ভালোবাসা আর বন্ধুত্বের মেলবন্ধনে সাড়া দিতে সমগ্র উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও এ আয়োজনে যুক্ত হয়েছিল স্পেন, কানাডা, এমনকি বাংলাদেশ থেকে ঘুরতে আসা ৯৮ এর বন্ধুরা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরু হয়। এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল-ড্র সহ নানা আয়োজনে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। জাতীয় সংগীতের পর পরেই প্রবাসি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহিন সুমনের রচনা ও কন্ঠে ৯৮-২০০০ ব্যাচের থিম সং ‘গড ব্লেস ৯৮’ পরিবেশনা করেন। সহ শিল্পী হিসাবে ছিলেন গাজী সালাহউদ্দিন, শরমিন ও তানি।
সম্পূর্ণ বাংলা গানের ডালি দিয়ে সাজানো সাংস্কৃতিক সন্ধায় সংগীত এবং আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ৯৮ এর বিভিন্ন অঙ্গরাজ্যের বন্ধুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার, তানবিন রিয়া এবং জাহেদ জিয়া। কবিতা আবৃত্তি করেন মর্জিয়া সুলতানা, মলি ও সাইফ সিদ্দিকী। সংগীত পরিবেশনা করেন গাজী সালাহউদ্দিন, শরমিন,সুমিত, মহিন, মনিকা বিশ্বাস ও তানি। এছাড়াও বন্ধুদের পরিবেশনায় ছিল ভিনধর্মী মজার ক্যাট ওয়াক। এর পাশাপাশি ছিল শিশুদের জন্য মজাদার পাপেট শো, ছিল ঢাকা শহরের ঐতিহ্যবাহী বেবি ট্যাক্সি, রিক্সা সহ ছবি তোলার জন্য মজার সব ফ্রেম। আয়োজনের আগত বন্ধুদের পরিবেশনার পর ছিল নৈশ্যভোজ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশের স্বনামধন্য তারকা অভিনেতা এবং সংগীত শিল্পী তাহসান খানের পরিবেশনা। মুহুর্মুহু হুল্লোড় আর উল্লাসে তাহসান খানের সাথে নেচে উঠেছে পুরো মিলনায়তন। রাত মধ্য প্রহর পেরিয়ে গেলেও যেনো শেষ হয় না এ আয়োজন। প্রবাসের কমব্যস্ত সময়ে এভাবে আর আড্ডা দেওয়া হয়না। সংসার, কাজের ব্যস্ততা, দূরত্ব সব মিলিয়ে বহুদিন দেখা হয়নি অনেকের সঙ্গে। তবুও বন্ধুরা ঠিক আগের মতোই মিলনায়তের বিভিন্ন স্থানে, নদীর পাশে আড্ডার আসর বসিয়েছেন। আড্ডায় যুক্ত আছেন তাদের স্ত্রী, সন্তানসহ পরিবারের মানুষজনও। পুরোনো কোনো বন্ধুকে দেখলেই জড়িয়ে ধরছেন আবার অনেকেই মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন।
অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্য মন্ডিত করে তুলেন ৯৮-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের এডমিন গ্রুপ অনুষ্ঠান উতযাপন কমিটির আতিক রহমান, আহনাফ আলম, ফারুক আলম, গাজী সালাহউদ্দিন, মামুনুর রশীদ, মিনহাজ চৌধুরী, সাজ্জাদুল মিঠু এবং নাইহান আহমেদ কাজল।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com