কাতার প্রতিনিধি | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 1058 বার পঠিত
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর স্বরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবার কাতার।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজে কাতারস্থ প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
কাতার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইন উদ্দিন রুহেল ও সেচ্ছাসেবক দল নেতা আহমেদ নবী নোমান এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
এসময় আরও উপস্থিতি ছিলেন কাতার বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান,হাজী আব্বাস উদ্দিন,সিলেট কমিউনিটি নেতা আব্দুল খালিক, শাহাজান মিয়া,কাতার বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল,আব্দুর নুর আজাদ,বড়লেখা উপজেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ,কাতার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন, আব্দুল মান্নান, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু ফনি ভুষণ দাস, সমাজ কল্যান সম্পাদক আনোয়ার হোসেন সাজু ,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাইনউদ্দিন,সহ মিডিয়া বিষয়ক সম্পাদক আলমগির হোসেন,কৃষক দলের সভাপতি ফজল কবির,কৃষক দলের সহ সভাপতি ফয়েজ আহমেদ,কৃষক দলের সাধারন সম্পাদক লিমন ভুইয়া। অনুষ্ঠানে প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত পাঠ করেন সাইফুর রহমান। বক্তব্য রাখেন যুবদল নেতা সিরাজুল ইসলাম সেবুল , সেচ্ছাসেবক দল নেতা রফিক খাঁন ,
কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সিয়াম খান কাতার বিএনপি নেতা সাদ উদ্দিন, কাতার বিএনপির নেতা ফয়ছল আহমদ , সেচ্ছাসেবক দল নেতা আতিক আসলাম , যুবদল নেতা আব্দুল জব্বার,জিসাস সভাপতি মুক্তার তালুকদার,কাতার শ্রমিক দল নেতা সেলিম আহমেদ ছলিম , যুবদল নেতা জুবের আহমেদ আসিফ,দেলোয়ার হোসেন চৌধরী,আলী হোসেন,শাকিল আহমদ প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আমিনুল ইসলাম সুমন,ইকবাল হুসেন মামুন,মুরাদ হাওলাদার মোঃ জহির,স্বেচ্ছাসেবক দল নেতা ইরান বেপারি, মোঃ বিল্লাল যুবদল নেতা আবুল কাসেম রাজু, নজরুল ইসলাম তুহিনসহ কাতার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গসংগঠন এর নেতাকর্মী।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা দোয়া পরিচালনা করেন মাওলানা মুজাম্মেল আহমদ।
এসময় বক্তারা মরহুম এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর স্বরণে বক্তব্যে সৃতিচারণ করেন। শোকসভায় বক্তারা বলেন, এবাদুর রহমান চৌধুরী ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে সক্রিয় রাজনীতি শুরু করেন। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চারদলীয় জোট সরকারের আমলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেন।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com