মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 497 বার পঠিত
ইতালিতে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভা উদ্যোগে পুনর্মিলনী ও বাঙালিয়ানা পরিবেশে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় লা-কর্তা মার্কেটের পাশে খোলা আকাশে নিচে এবিপি’র সভাপতি শফিকুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে এবং বিদেশি প্রতিনিধি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় মহিলারা নিজ নিজ বাসা থেকে বিভিন্ন স্বাদে ভর্তা সহ রকমারী খাবার নিয়ে অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলেই যেন পরিপূর্ণ আনন্দে আত্মহারা হয়ে ওঠে খোলা আকাশের নিচে পুনর্মিলনী অনুষ্ঠানে পাদোভা প্রভেন্সিতে
বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সিনিয়র
ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজকরা জানান প্রবাসের শত ব্যস্ততায় কাটলেও এই ধরনের আয়োজন সকলের মধ্যে এক আন্তরিক সম্পর্কের সৃষ্টি করে।এই ধরনের অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি তুলে ধরেন। পরে অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সবাইকে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার পক্ষ থেকে ধন্যবাদ জানান।
Posted ৬:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com