কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 372 বার পঠিত
রোববার দুপুরে মিশিগান স্টেটের হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক স্টিটের মসজিদ আল ইহসান থেকে র্যালিটি শুরু হয়, র্যালিতে বাংলাদেশি, আমেরিকান, আফ্রিকান, মধ্যপ্রাচ্যে সহ বিশ্বের অন্যান্য দেশের কয়েক শতাধিক মুসলিম নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কলিমা খচিত সবুজ সাদা পতাকা শোভা পাচ্ছিল সবার হাতে। মুখে ধ্বনিত হয়েছে বুলন্দ কন্ঠে দুরুদ ওয়াছালাম। হ্যামট্রাম্যাক সিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। রাস্তার দুই পাশে বিভিন্ন ধর্মের শতশত মানুষ উপভোগ করেছে বিশাল এই র্যালিটি। অমুসলিম অনেকে ইংরেজি অনুবাদ করা পবিত্র কোরআন শরীফ চেয়ে নিয়েছেন বলে জানালেন র্যালির আয়োজকরা। আয়োজকরা আরো জানান নবীর মহব্বত প্রকাশের পাশাপাশি ইসলামের এক বিশাল দাওয়াত দেওয়া হলো এই র্যালির মাধ্যমে।
মসজিদ আল ইহ্সান এর খাদিম ইমাম মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন সুফিবাদের কয়েকটি মকবুল তরীকা একত্রিত হয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যেমন মুহাম্মদী তরীকা, বা’লায়ী তরীকা, শাজুলি, তিজ্যানিয়া, নক্বশাবন্দীয়া, ক্বাদিরীয়াহ, মুজাদ্দাদিয়া, বেলকাইদিয়া ও সাম্মানিয়াহ তরীকার অনুসারীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন শেখ দাউদ অয়ালিদ, ইমাম এন্দাউ, হাফিজ ফরিদ উদ্দিন ও হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উদযাপন উপলক্ষে র্যালি ও মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম আগতো সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com