বেলাল হোসাইন, অস্ট্রেলিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 743 বার পঠিত
গত ৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় ব্যাংকসটাউনের এম্পোরিয়াম ফাংশান সেন্টারে এক আড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য ফান্ডরাইজিং এর আয়োজন করা হয়।
এই মহতী উদ্যোগ নিয়েছে “অজ বাংলা ক্রিয়েটিভ ওমেন”। প্রায় সাড়ে তিনশ অতিথিদের উপস্থিতিতে বিকেল ৫ টায় আফসানা হোসেন রুচির সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর পর কোরআন তেলাওয়াত করে শাইয়ান ইয়াসার জামান। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর অনুষ্ঠানে অজ-বাংলা ক্রিয়েটিভ ওমেন এর শুরুর ইতিহাস প্রামাণ্যচিত্র সহ এমবি ব্যায়ার্স ও অন্যান্য স্পন্সরদের প্রমো দেখানো হয়।
সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পী দম্পতি আতিক হেলাল ও মিতা হেলালের যুগল সঙ্গীত, এহসান আহমেদের গান, রুবিনা হাসান লিমা ও বাদল হোসেনের দৈত সংগীত সহ নাচ ও ফ্যাশন-শো দর্শকদের অতিথিদের মাতিয়ে রাখে।
বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের জাকু মুনরো এমএলসি, ক্যান্তারবুরি ব্যাঙ্কস টাউনের ডেপুটি মেয়র রাচেল হারিকা, কাউন্সিলর কার্ল সালেহ, কাউন্সিলর সাজেদা আক্তার, ক্যাম্বেলটাউন কাউন্সিলর মাসুদ চৌধুরী, ক্যাম্বারল্যান্ড কাউন্সিলর ডঃ সাবরিন ফারুকি প্রমুখ।
আয়োজকরা জানান, সংগৃহীত অর্থ থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ব্যয় করা হবে।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com