| রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 540 বার পঠিত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাপানের টোকিওতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৩
শুক্রবার স্থানীয় সময় বাদ জুমআ টোকিওর প্রায় সকল মসজিদে একসাথে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখা।
জাপান বিএনপির বিভিন্ন নেতাদের নেতৃত্বে এই দেয়ার আয়োজন করা হয় । তার মধ্যে অন্যতম দেশটির গামু মসজিদে দলটির সাধারণ সম্পাদক এমদাদ ইসলাম মনির নেতৃত্বে , মিসাতো মসজিদে সভাপতি মীর রেজাউল কারিম রেজা,টুটুল ইব্রাহিম,ফয়সাল শেখ এর নেতৃত্বে, মাক্কি মসজিদে জাপান বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু দেলোয়ার হোসেন মোল্লা,সেলিম পাঠান,নাছির হোসেন,হাবিবুর রসিদ বাবু নজরুল রিজভিসহ অন্যান্য নেতাদের আয়োজনে, ওকাচেমাছি মসজিদে ওমর ফারুক রিপন এর নেতৃত্বে , হিগাশিজুজো মসজিদে নুর খান রনি,শাকিল আহমেদ সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে, ও শিরোই মসজিদে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডঃ জাকির মাসুম নেতৃত্বে ।
এছাড়া টোকিওর কিংসিচু জামে মসজিদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হাফেজ মোহাম্মদ হাবিব উল্লাহর ঊদ্যোগে ও জাপান বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং দোয়া শেষে মুসল্লিদের মাঝে খাবার বিতরন করা হয় ।
ঢাবির সাবেক এই ছাত্রদল নেতা বাংলাদৈনিককে বলেন, বাংলাদেশের বর্তমান জালিম সরকার, দেশকে শোষনের পাশাপাশি, দেশের সব মানুষকে জিম্মি করে রেখেছে। তারা ইচ্ছে করে করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও জানান , খালেদা জিয়া ও গনতন্ত্রের মুক্তি না হওয়া পর্যন্ত জাপান বিএনপি ও এর সকল নেতাকর্মী স্বোচ্চার থাকবে।
Posted ১২:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com