সফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 322 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে নবীনগর উপজেলার দুটি অসহায় পরিবারের মাঝে দুই লাখ টাকা ব্যায়ে নির্মিত দুটি ঘরের তালা চাবি ও নগদ ৩৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে নবীনগর উপজেলা কনফারেন্স হল রুমে নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যান ফেসবুক গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হকের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মনির, কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যান আল ইমরান, মো. জাহাঙ্গীর আলম,নিলুফার ইয়াসমিন,মো. আবুল খায়ের,আল মামুন,জাবিদ আল মুয়াজ প্রমুখ।
সভা শেষে রসুল্লাবাদ গ্রামের মৃত দেওয়ান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া ও ভোলাচং গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী মোচ্ছা. আছমা বেগমের হাতে নতুন ঘরের তালা চাবি ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন অতিথিগন।
Posted ১১:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com