বুধবার ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুয়েতে প্রবাসী স্কিম সম্পর্কে প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন

কুয়েত প্রতিনিধি-নাসরিন আক্তার মৌসুমী   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   457 বার পঠিত

কুয়েতে প্রবাসী স্কিম সম্পর্কে প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন

দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলো সর্বজনীন পেনশন স্কিম। প্রবাসী স্কিম  কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। সোমবার ১৬ অক্টোবর মিসিলায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এনডিসি পিএসসির সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় প্রবাসী স্কিমের বিভিন্ন সুযোগ সুবিধা সমূহ রাষ্ট্রদূত তার তুলে ধরেন। এছাড়াও সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী স্কিম সম্পর্কে নানাবিধ জিজ্ঞাসা ও প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত। এসময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুরশেদ, প্রতিরক্ষা এট্যাচী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান-উজ-জামান মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্যা এ্যাফেয়ার্স জনাব মোহাম্মদ আবুল হোসেন,প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোঃ ইকবাল আখতার,সহ কুয়েতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি জাতীয় মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বজনীন পেনশন কর্মসূচি রেজিস্ট্রেশন ও ম্যানেজমেন্টের জন্য সরকার পৃথক একটি ওয়েবসাইট চালু করেছে। সেটি হচ্ছে— www.upension.gov.bd।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবে। অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমের অংশ হতে হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক।

তবে প্রবাসী বাংলাদেশীদের জন্য, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা চাইলে পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তার কপি জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে

জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ব্যাংক একাউন্ট নম্বর, ব্যাংকের শাখা, রাউটিং নম্বর, নমিনির জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ বা পাসপোর্ট নম্বর, নমিনির মোবাইল নম্বর এবং নিজের বার্ষিক আয় জানা থাকতে হবে।

শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য। এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে। ব্যক্তি চাইলে এই চাঁদার সমপরিমাণ অর্থ তিনি যে দেশে আছেন সে দেশের মুদ্রায় দিতে পারবেন। আবার দেশে এসে দেশীয় মুদ্রাতেও দিতে পারবেন।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com