ফখরুল ইসলাম, জাপান থেকে | রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 747 বার পঠিত
বিমান বাংলাদেশ বাংলাদেশের পতাকা নিয়ে উড়ে বেড়ায় সারা বিশ্বের দরবারে সুনামের সাথে, এমনই এক সুনামের ও মানবিক কাজ করল বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা । গত ২১/১০/২০২৩ জাপানের নারীতা টু ঢাকা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম ও জনাব মোহাম্মদ নাহিদ এর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় জাপানের এক প্রবাসী বাবার লাশ দাফন করতে যায় যার সুযোগ করে দিয়েছে বিমান বাংলাদেশ।
মোস্তফা কামাল মাসুদের বাবা সকাল ৭:৫০ দিকে মৃত্যুবরণ করে। পর পরই যখন টিকেট কেটে 2 ঘন্টার ভিতরে বিমান বাংলাদেশের স্টেশনে যাওয়ার পথে তার সময় শেষ হয়ে যাওয়ার কারণে তার জন্য স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিমান বাংলাদেশের বুকিং কাউন্টার খোলা রাখে ১ ঘন্টার ও বেশি । জাপান প্রবাসী মোস্তফা কামাল মাসুদের জন্য পরবর্তীতে বিমান ১৫ মিনিট লেট করে বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়েন।
এই মহতী কাজের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিমান বাংলাদেশের সকল কর্মকর্তা এবং স্টেশন ম্যানাজার নুরল ইসলাম ও জনাব মোহাম্মদ নাহিদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান,প্রবাসী বাংলাদেশী মোস্তফা কামাল মাসুদ।
মোহাম্মদ নাহিদ বলেন, আমি শহিদ মুক্তিযুদ্ধার ভাই, আমি প্রবাসী যোদ্ধা ,আমিও আমার বাবাকে মাটি দিতে পারি নাই তখন বাংলাদেশের বিমান না থাকার কারণে ।
আজকে বাংলাদেশের বিমান হয়েছে তাই প্রবাসী ভাইয়ের বাবাকে মাটি দিতে পারবে। তাই বিমান বাংলাদেশ প্রবাসী বাংলাদেশীদের কে যত সম্ভব সেবা দিয়ে যাবে। আমরা চেষ্টা করব বাংলাদেশীরা আমরা কিভাবে বাংলাদেশ বিমান কে সহযোগিতা করতে পারি। তিনি আরও বলেন, আসুন আমরা বাংলাদেশ বিমানকে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশ বিমানে দেশ ও বিদেশে যাই দেশকে ভালবাসি |
Posted ৮:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com