আবু মোছা,রাশিয়া প্রতিনিধি | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 623 বার পঠিত
রাশিয়া মস্কোতে চামেলি রেস্টুরেন্টে গেল শনিবার ২১শে অক্টোবর স্থানীয় সময় রাত ৭.৩০টায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রাশিয়ার উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস – ২০২৩ পালন করাহয়।
ডাক্তার মো: হাবিবুর রহমান শেখ এর সভাপতিতে, সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসার সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ রাসেল জাতীয় শিশু পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, এর পর শহীদ শেখ রাসেল জন্মদিনে পুষ্প অর্পণ এবং শেখ রাসেলকে নিয়ে কবিতা আবৃতি করেন শেখ ফারহানা রহমান (নবনা)
ও আবু বক্কর সিদ্দিক জিহাদ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রাশিয়া শাখার সম্মানিত সভাপতি ডাক্তার মোঃ হাবিবুর রহমান শেখ, বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: মোতালেব পাটোয়ারী বাহার সাবেক সভাপতি রাশিয়া আওয়ামী লীগ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড: শহিদুল হক শানু, জাতীয় শিশু কিশোর পরিষদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি শেখ চামেলী রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডওয়ার্ড আর্থার দ্বীপ, ড: ইফতেখার আহমেদ, সাজ্জাদুর রহমান চৌধুরী, শাহ রিয়াজ মিতু , নুরুন্নাহার শেফালী,আল মামুন রাজিব এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্য ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com