সফিকুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 311 বার পঠিত
রাজনৈতিক কর্মসূচী চলাকালে ঢাকাসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াবঙ্গবন্ধু স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিক নেতারা। মিছিলটি শ্লোগান সহকারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণ গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মি এবং জেলা ও উপজেলার সদস্যরা অংশগ্রহন করেন।বক্তারা বলেন, ঢাকায় বিএনপির হরতালের সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা ও মটরসাইকেল ভাঙচুর করা হয়। এ হামলা ও ভাঙচুর পরিকল্পিত। এ ঘটনার দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com