সফিকুল ইসলাম বাদল ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 306 বার পঠিত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি জেলা সমাজসেবা ভবন ও ব্রাহ্মণবাড়িয়া মঙ্গলবার(১৪ নভেম্বর ) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালিভিডিও মাধ্যমে প্রতিটি জেলায় এই উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করেন। এমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে গৃহ ও ভুমিহীন মুক্ত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ১০ তলা উদ্বোধনী অনুষ্ঠানেভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী দলীগেরসভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদিরচৌধুরী এমপি, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হামজা মাহমুদ,উপজেলানির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, সিনিয়র সহ সভাপতি মোহেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৪ দলেরসমন্বয়ক হাজী মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকমাহাবুবুল বারী চৌধুরী মন্টু, শিক্ষক পরিষদে সম্পাদক নঈমউদ্দিন, ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, পিপি এড. মাহবুবুল আলম খোকন, বিশ্ব সাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পরিচালক ওসমান গনি (সজিব), জেলাসমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি কলেজেরসকল শিক্ষক- শিক্ষারথীবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com