মনির হোসাইন, মুরাদনগর প্রতিনিধি | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 263 বার পঠিত
ঘূর্ণিঝড় মিধিলি’র কারণে কুমিল্লা মুরাদনগর উপজেলায় ২৩ হাজার ৯৫০ হেক্টর জমির ফসলের পরিমান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ধান চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস অধিদপ্তর। তবে,জমির পরিমাণ ক্ষয়ক্ষতির আনুমানিক ৯ হেক্টর জমির টাকার অংকে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে ২২ লাখ ৮০ হাজার ৩৯০ টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলার ৭০৬৪ হাজার হেক্টর জমির আমন ধান,১০ হেক্টর জমির খেসারী ডাল,৫৩৯ হেক্টর জমির শীতকালীন সবজিসহ ৬১৪ হেক্টর জমির সরিষা, মরিচ, পেপে, কলা, ধনীয়া, মশুর, মটর ডাল ক্ষতিগ্রস্থ হয়েছে। চাষিরা বলছেন, মিধিলার কারণে হওয়া বৃষ্টি ও ঝড়ে সবজি, ধানের ক্ষেত ও বোরো ধানের বীজতলা নষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক কষ্ট হবে।
মুরাদনগর উপজেলার কৃষক মোফাজ্জল হোসেন বলেন, বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে আমার শতাধিক পেপে গাছ পড়ে গেছে। প্রতিটি গাছেই পেপে ছিল। এখন অনেক কম দামে কাচা পেপে বিক্রি করতে হবে।
উপজেলার কাশিপুর গ্রামের আমন চাষি শাহ্ আলম বলেন, বৃষ্টিতে যা ক্ষতি করেছে, তা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে কেউ পাকা ধানে মই দিয়ে গেছে।
একই এলাকার রমজান আলী বলেন, তিন বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। ভালোই ফলন হয়েছিল। কিন্তু একদিনের মধ্যে সব ধান নুয়ে পড়েছে। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে। শেষ মুহূর্তে দুর্যোগের ক্ষতি কোনোভাবে পোষানো যায় না।
বোরো ধান চাষী বশির মিয়া বলেন, প্রায় ১০ কেজি ধানের বীজ তলা নষ্ট হয়ে গেছে। এখন আবার ধান কিনে নতুন করে বীজতলা প্রস্তুত করতে হবে। আর্থিক ক্ষতির পাশাপাশি ধান রোপণেও পিছিয়ে গেলাম।
মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পু বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ঠ ঝড়ো বাতাস ও বৃষ্টিতে আমাদের আবাদি ২৩ হাজার ৯৫০ হেক্টর জমির পরিমান।ক্ষয়ক্ষতি ফসল আক্রান্ত হয়েছে ৫৪ হেক্টর। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ধান চাষিদেরা। ঝড়ে কাঁচা ও আধা পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।২২ লাখ ৮০ হাজার ৩৯০টাকার অংকের পরিমাণ। ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে জানান।
Posted ২:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com