চীন প্রতিনিধি | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 321 বার পঠিত
সিল্ক রোডের সাথে ফ্যাশনের ভবিষ্যত বুনন এই থিম নিয়ে, চীনে আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। যার উদ্দেশ্য হলো, বিশ্বকে চীনের ফ্যাশন সংস্কৃতি সম্পর্কে জানানোর সুযোগ করে দেওয়া। গত শুক্রবার আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহটি চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির লাইব্রেরির পারফরম্যান্স হল রুমে অনুষ্ঠিত হয়।
ইভেন্টটি আয়োজন করে চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এবং আয়োজনে সহায়তা করে চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন, চায়না টেক্সটাইল ফেডারেশন সার্কুলেশন ডির্পাটমেন্ট, চিয়াংশি প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং অন্যান্য সংস্থা।
চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির প্রেসিডেন্ট শুয়ে চিয়াবাও, চায়না টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ফেডারেশনের মহাসচিব শিয়া লিংমিন, চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান লি শিন, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া কেলান্তানের উদ্ভাবনী কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুষদের ডিন আনিসা বিনতি হাসান, এবং দেশ-বিদেশের অন্যান্য অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, মরক্কো, পাকিস্তান, গিনি, নাইজেরিয়া, গ্যাবন এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানানো হয়।
Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com