বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডায়াবেটিস দিবসে সচেতনতা বাড়াতে ঢাকায় “এসো সচেতন হই সোসাইটি”র ভিন্নধর্মী উদ্যোগ

  |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   931 বার পঠিত

ডায়াবেটিস দিবসে সচেতনতা বাড়াতে ঢাকায় “এসো সচেতন হই সোসাইটি”র ভিন্নধর্মী উদ্যোগ

একজন মানুষ ভালো আছে কি’না ? প্রশ্নটির সাথে সাথে শারীরিক সুস্থতার কথাটি প্রথমেই চলে আসে। আর শারীরিক সুস্থতার দিক দিয়ে কমিউনিকেবল রোগ যতটা না ভাবিয়ে তুলছে, তার থেকে নন কমিউনিকেবল রোগ বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে অন্যতম হলো ডায়াবেটিক। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ছিল Ôknow your risk, know your response’ (ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন)। International Dibates Federation (IDF) ও World Health Organization (WHO) ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ‘ বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে এই দিবসটি ‘জাতিসংঘ’ দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। তখন থেকে ১৪ নভেম্বর বাংলাদেশ’সহ পুরো বিশ্বব্যাপী উক্ত দিবসটি পালিত হয়ে আসছে।

দেখা গিয়েছে, ডায়াবেটিকে আক্রান্ত ৭২% মানুষই জানেন না তার ডায়াবেটিস আছে বা শরীরে সুগার সমস্যা কারণে আস্তে আস্তে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি খুবই দুশ্চিন্তার এবং ভাবনার বিষয়। এই ভাবনা থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ দুই মাস ধরে ডায়াবেটিস সচেতনতার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালিত হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের মত বরাবরের ন্যায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ জাতীয় প্রেসক্লাব, ঢাকায় ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পথচারীদের মাঝে ডায়াবেটিস সম্পর্কে আলোচনা, ডায়াবেটিক রোগীদের কাউন্সিলিং, প্রি-ডায়াবেটিক রোগী চিহ্নিতকরণ, ফ্রি রেজিস্ট্রেশন (পরবর্তী ডায়াবেটিস সম্পর্কে পরামর্শ প্রদানের জন্য) এবং ফ্রি সুগার টেস্ট করেছে। ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজকর্মী মাজহারুল ইসলাম পাবলিক হেলথ্ এর উপর দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা থেকে জানান, একজন ডায়াবেটিস রোগীকে বাঁচিয়ে রাখার জন্য ট্রিটমেন্ট বাবদ যে খরচ হয়ে থাকে, সেই পরিমান অর্থ ডায়াবেটিস সচেতনতায় ব্যয় করলে হাজার মানুষকে ডায়াবেটিক রোগী হওয়া থেকে রক্ষা করা সম্ভব। তিনি আরও জানান, একজন ব্যক্তি সুস্থ থাকা মানে রাষ্টের সম্পদ রাখা পাওয়া।

এখানে উল্লেখ্য, International Dibates Federation (IDF) ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ এর কার্যক্রম দেখে সন্তুষ্ট হয়ে পাঁচবার স্বীকৃতি দিয়েছে এবং এসই’র কার্যক্রম ও IDF তার প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে।

সমাজকর্মী মাজহারুল ইসলাম আলোচনার এক পর্যায়ে আরও বলেন, ডায়াবেটিক রোগী বাচাঁতে দরকার চিকিৎসা, কিন্তু রোগী কমাতে প্রয়োজন সচেতনতা। এসই এর ক্যাম্পেইনে দেখা যায়, ১৬০/১৭০ মানুষের সুগার টেস্ট করলে প্রায় ৪০% মানুষ পরিপূর্ণ ডায়াবেটিক রোগী আর কিছু প্রি-ডায়াবেটিক রোগী হিসেবে চিহ্নিত হয়ে থাকে। অথচ ঐসব মানুষগুলো জানেনই না নিরব ঘাতক নামক ডায়াবেটিক রোগটি তাদের শরীরে বাসা বেঁধে আছে। বিষয়টি খুবই চিন্তার। এখনই সময় ডায়াবেটিকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এই বিষয়টি মাথায় রেখেই ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ অন্যান্য সামাজিক কাজ করার সাথে সাথে বিভিন্ন রোগ সচেতনতার মধ্যে ডায়াবেটিককে গুরুত্ব দিয়ে দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস সচেতনতার কাজটি করে যাচ্ছে।

এসই সাধারণ মানুষের ফ্রি সুগার টেস্ট করে প্রি-ডায়াবেটিক রোগী চিহ্নিত করে কাউন্সিলিং করার চেষ্টা করে যাচ্ছে। যাতে ঐসকল মানুষগুলো পরিপূর্ণ ডায়াবেটিকে আক্রান্ত না হয়। হলেও শেষ জীবনে ডায়াবেটিকে আক্রান্ত হতে পারে। তাতে করে একদিকে কর্ম অক্ষম থেকে রক্ষা পাবে অন্যদিকে আর্থিক ক্ষতিগ্রস্থ থেকেও তারা রক্ষা পাবে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে এসই কর্তৃক পালিত কার্যক্রমগুলো সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ এর মত ফিল্ড লেবেলে সাধারণ মানুষের পাশে এসে স্বাস্থ্য সচেতনতায় অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসলে আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে বলে আশা করা যায়।

Facebook Comments Box

Posted ৪:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com