জাপান থেকে ফখরুল ইসলাম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 367 বার পঠিত
উৎসবমুখর পরিবেশে জাপান প্রবাসী বাংলাদেশীরা সহ অন্যান্য দেশের মানুষও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। অনুষ্ঠানের সাভাপতিত্ব করেন , গ্রেটার খুলনা সোসাইটির সভাপতি জাকির হোসেন জর্দার , উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক : তাফসীর আহমেদ তুহিন, বাদল চাকলাদার , সিরাজুল ইসলাম, লায়জু হাছান আরো অনেকে।
শীতের নানারকম পিঠাপুলি বাংলাদেশের সাংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ । বাংলাদেশে উৎসব আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ । সুদূর প্রবাসে এসও দেশীয় ঐতিহ্যের হরেক রকম স্বাদের পিঠা নিয়ে গত রবিবার গ্রেটার খুলনা সোসাইটির উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করে। এতে সবাই উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা তৈরি করে পিঠা প্রদর্শনীতে নারীরা এগিয়ে আছেন প্রবাসে। জাপানে নতুন ধানের চাল আসলে পিঠা খাওয়ার একটা উৎসব থাকে সে উৎসবের সাথে সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাকে গ্রেটার খুলনা তুলে ধরার চেষ্টা করেছেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশী খাবার গরুর গোশত ভাত দিয়ে আপ্যায়ন করে থাকেন অতিথিদেরকে।
Posted ২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com