পলাশ শীল, ওমান প্রতিনিধি | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 223 বার পঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ মাস্কাট ক্লাব স্টেডিয়াম এ শুরু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানী মাস্কাটে মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে সম্মানিত প্রধান আতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর জনাব রাফিউল ইসলাম।
দেশের বাইরে সবচেয়ে বড়ো এই টুর্নামেন্টে এই বছর আটটি টিম অংশ নিয়েছে। টান টান উত্তেজনা, উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী খেলাই দুই দলের ফলাফল হামেরিয়া একাদশ দুই ও এইচ.এস. জালাল এফসি ফুটবল একাদশ জিরো। সেকেন্ড ফিল্ড বারকা এফসি ও ব্রাদার্স ইউনিয়ন বিদিয়াহ এফসি ফুটবল ক্লাবা তাদের ফলাফল ছিল জিরো জিরো। তৃতীয় ফিল্ড Wadi Kabir F.C জিরো ও Al Hail F.C :- 2 চতুর্থ ফিল্ড খেলায় O.F.C :- 1 Cox’s Bazar F.C :- 0
ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।
উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি রেজাউল করিম ও আজিমুল হক বাবুল, যুগ্ম সম্পাদক আবদুল রহিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার,প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,ক্রীড়া সম্পাদক সিরাজুল হক। ওয়েলফেয়ার সম্পাদক মহসীন আলী সরকার, সাহিত্য সম্পাদক শাহজাহান ভূইঁয়া, সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত জসিম,মানিক।
এতে আরো উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংস যথাক্রমেঃ নোয়াখালী উইংস ও কুমিল্লা উইংস এবং চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস ও যুব উইংস ও মিডিয়া কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ,ব্যবসায়ী এবং সুশীল সমাজ প্রমুখ।
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com