| বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 883 বার পঠিত
সকল মানুষের মাঝে উদারতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করছে GivingTuesday নামে একটি সংগঠন। প্রায় ১০০টিরও অধিক দেশে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। GivingTuesday হল একটি বিশ্বব্যাপী উদারতা আন্দোলন যা সম্প্রদায় এবং বিশ্বের সকল মানুষের মাঝে সম্প্রীতিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। খুব সাধারণ ধারণা নিয়ে GivingTuesday ২০১২ সালে সৃষ্টি হয়। এমন একটি দিন যা মানুষকে ভাল কিছু করতে উৎসাহিত করবে। ধীরে ধীরে বিগত এগারো বছরে GivingTuesday একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। যা কোটি কোটি মানুষের মাঝে উদারতা সৃষ্টি হতে, আর সেই উদারতা থেকেই এক মানুষ অন্যমানুষকে সহযোগিতা করতে অনুপ্রাণিত করছে।
২০২৩ সালে উদারতা আন্দোলন বা GivingTuesday এর স্বীকৃতি পায় বাংলাদেশ। ১২তম উদারতা দিবস এবং বাংলাদেশে ১ম বার পালিত হয়ে গেলো উক্ত দিবসটি।
২৮ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশের ৩৫টিরও অধিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এই দিবসটি জাঁকজমকপূর্ণভাবে ব্যাপক প্রচারনার মাধ্যমে উদযাপন করেছে। দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি’সহ বেশ কিছু সামাজিক কাজ করে আসা অন্যতম সামাজিক সংগঠন ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ কর্তৃক পালিত হয় বিশ্ব উদারতা দিবসটি। ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ সাধারণ মানুষের মাঝে উদারতা সৃষ্টির লক্ষ্যে রেলি করেছে। র্যালী শেষে ৫০০ শয্যাবিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের সামনে উদারতা দিবসের গুরুত্ব এবং একজন মানুষের সমাজের প্রতি কি দায়িত্ব পালন করা উচিত এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনার এক পর্যায়ে পাবলিক হেলথ্ ওর্যাকার এবং সমাজকর্মী মাজহারুল ইসলাম বলেন, “উদারতা মানুষের মনকে প্রশ্বস্ত করে সুখময় জীবন উপহার দেয়। একজন মানুষের মাঝে কতটুকু মানবতাবোধ জেগে আছে সেটা নির্ভর করছে তাঁর উদারতা প্রতি।”
GivingTuesday আন্দোলন বাংলাদেশে ব্যাপক প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন GivingTuesday Gi Country Leader শাকিল আজাদ মনন। যিনি অদির বাংলাদেশের ফাউন্ডার সেক্রেটারি জেনারেল এবং তাঁর তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে ‘অদির প্রতিবন্ধী বিদ্যালয়’।
সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এবং দাতা গোষ্ঠীর সাথে গ্রহিতার একটি উদারতাময় সুন্দর সম্পর্কই তৈরী করতে পারে একটি সুন্দর বিশ্ব । মূলতঃ এটাই শিক্ষা দিয়ে থাকে এই উদারতা দিবসে। আশা করছি, বাংলাদেশেও এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, সমানুভূতি এবং প্রত্যেকের মাঝে সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ উদারতা সৃষ্টি করে যেতে চায়।
সমাজকর্মী মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক সমস্যা, জনসংযোগ, রোগীসেবা এবং অসহায় মানুষদের স্বাস্থ্য নিরাপত্তা ও সচেতনতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করি, এক মানুষ অন্য এক মানুষের প্রতি এমনকি প্রাণির প্রতিও গুরুত্বপূর্ন দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব পালন করা একজন বিবেকমান মানুষেরই পরিচায়ক। তিনি এও মনে করেন, নিজেকে ভালো রাখার অন্যতম হাতিয়ার অন্যের মাঝে নিজেকে খোঁজে নেওয়া ।
জাত, ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে একটি সুখময় সম্পর্ক তৈরি হউক এবং সকলের কল্যাণের তরে এগিয়ে আসবে এই হউক উদারতা দিবসের শিক্ষা। প্রতিষ্ঠিত হউক সকলের মাঝে উদারতা।
Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com