রাশিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 318 বার পঠিত
রাশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেসক্লাব রাশিয়ার কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বারেক কায়সার ও সাধারণ সম্পাদক হয়েছেন ফারজানা স্মৃতি।স্থানীয় সময় বুধবার মস্কোর একটি রেস্তোরাঁয় দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. গাওসুল আযম, সহসভাপতি আবু মোছা, মো. শফিকুল ইসলাম ও আল আমিন আব্দুন নূর।
এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক আসিফ খান তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহফুজ আলম ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফায়েল আহমেদ।বাংলা প্রেসক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার ও সাধারণ সম্পাদক ফারজানা স্মৃতি জানান, সংগঠনের সদস্যরা পারস্পরিক একতা বজায় রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সাংবাদিকতা চর্চা করবে। এছাড়া রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রাখতে কাজ করবে।
এখানকার সাংবাদিকরা দেশটির বাংলাদেশ কমিউনিটির স্থানীয় খবরাখবর বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত পরিবেশন করে আসছেন,নির্বাচিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে সংগঠনের সদস্য ও কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com