সফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 267 বার পঠিত
৮ডিসেম্বর’২৩ শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গন সরোদ মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা, একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের নেতৃত্বে দেশের প্রবীণ মুক্তিযোদ্ধা ত্রিপুরা রাজ্যের মেঘনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ প্রবীণ আইনজীবি এডভোকেট হামিদুর রহমান (৯১) বার্ধক্যে নুব্জ হওয়ায় তাঁর বাড়িতে তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুষ্ঠানের মঞ্চে আসীন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবারককে ফুল দিয়ে বরণ করে নেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেনসহ আলোচকবৃন্দরা।
একক আবৃত্তি পরিবেশন করেন সাহিত্য একাডেমির সদস্য ঈশ্বরী রায় চৌধুরী, পূণ্যশ্রী রায় মুগ্ধ, আঁখি আক্তার, মুশতারি জান্নাত ও তৌসিফ আহমেদ। কবি জয়দুল হোসেনের কবিতা অবলম্বনে আহসান উল্লাহ্ তমাল এর গ্রন্থনা ও নির্দেশনায় “তোমাকে ধারণ করতে পারিনি বলে” বৃন্দ পরিবেশনা করেন সাহিত্য একাডেমির বড় দল এবং নুসরাত বুশরার নির্দেশনায় ফজল সাহাবউদ্দিনের “বাংলাদেশ একাত্তর” কবিতা বৃন্দ পরিবেশন করেছে ছোট দল।
অনুষ্ঠান শেষে পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
Posted ৪:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com