মোহাম্মদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 262 বার পঠিত
মানবতা আজ নির্বাসনে চারিদেকে ধংশ , হত্যা ও হামলা বন্ধ সহ ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও রেলি করেছে ইতালির ভেনিসে বসবাসরত ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। এই সমাবেশে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক বাংলাদেশী ও।
সম্পূর্ণ রুপে ইসরায়েলি হামলা বন্ধ , স্হাপনা ধংশ ও মানুষ হত্যা বন্ধের দাবী জানিয়ে ভেনিসের মেসত্রে ইন্টার ইস্পেয়ার মার্কেটের সামনে থেকে শুরু হওয়া শহরের বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করেন । সে সময় রাস্তায় নেমে আসে বহু নারী, পুরুষ ও শিশুরা। সমাবেশে অনেকের মুখে উচ্চারিত হতে থাকে ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক। রেলী টি মেস্রে সেন্টারে গিয়ে শেষ হয়। সে সময় বক্তারা যুদ্ধ বন্ধে বিশ্বের সমস্ত দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেন। এই ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবী ও অনতিবিলম্বে আগ্রাসন বন্ধ করার দাবি তোলেন।
Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com