সফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 201 বার পঠিত
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়োল্লাস ও শহীদদের স্মরণে জেলা প্রশাশনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এ সময় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পরে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবু হুরায়রাসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান।এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com