সরিফুল ইসলাম বাদল , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 249 বার পঠিত
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত কাবাডি (বালক-বালিকা) ২০২৩ ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বালক দল ও সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।শনিবার(১৬ডিসেম্বর) দুপুরে পৌরশহরস্থ দানবীর লোকনাথ দিঘীরপাড়(টেংকেরপাড়) মাঠে এই খেলা আয়োজন করে।
বিজয় দিবস উপলক্ষ্যে ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বালক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকাদের ফাইনাল খেলায় সদর উপজেলার সাথে হেরে রানারআপ হয়। অনুষ্ঠানের পুলিশ সুপার জনাব শাখাওয়াত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন একরামুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জয়নাল আবেদীন,অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কূদদুস,পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী গন।
খেলা শেষে প্রধান অতিথি কাবাডি চূড়ান্ত খেলায় বিজয় দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com