চীন প্রতিনিধি | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 678 বার পঠিত
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দিনব্যাপী নানা কর্মসূচিতে দিনটিকে উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের চীন শাখার নেতাকর্মীরা।
এ উপলক্ষে চীনের গুয়াংজুতে আলোচনা সভা, শহীদ, যুদ্ধাহত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও কোরআন তিলাওয়াত, র্যাফেল ড্র, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের চীন শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চলনায় আলোচনা সভায় ভার্চুয়ালী সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনি বেপারী।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ, মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন, শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, সৈকত বিশ্বাস ঋষি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে চীনে বসবাসরত ব্যবসায়ী, কর্মজীবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com