কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 271 বার পঠিত
বাংলাদেশের মহান ৫২ তম বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে বাংলা প্রেসক্লাব মিশিগানের পক্ষ থেকে রবিবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি চিন্ময় আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান (হেলাল)
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকেরা বলেন, ভৌগোলিক অর্থে আমরা স্বাধীনতা পেলেও সত্যিকারের স্বাধীনতা এখনো সুদুর পরাহত। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী গনতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে বাংলা প্রেসক্লাব মিশিগানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ শাহেদুল হক, শামীম আহসান, মোহাম্মদ মোস্তফা কামাল, সেলিম আহমদ, তোফায়েল রেজা সোহেল, আশিক রহমান, সাহেল আহমদ, মুজিবুর রহমান শাহিন, সৈয়দ আসাদুজ্জামান সোহান ও দেওয়ান কাউসার প্রমুখ।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com