কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 375 বার পঠিত
শুক্রবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে বাংলাদেশী আমেরিকান জনাব মুকীম চৌধুরীর মালিকানাধীন রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন হয়।
রিবন কাটিং অনুষ্টানে উপস্থিত ছিলেন সিটি অফ ওয়ারেনের নবনির্বাচিত মেয়র লরি স্টোন, কাউন্সিলম্যান জনাথান লাফার্টি, হেনরি নিউনান, গ্যারি বইকি, কাউন্সিল ওম্যান মেলোডি ম্যাগি, ওয়ারেন ক্রাইম কমিশনার ট্রেসি এটকিন্স, এ পি আই এ-ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন কবীর, বামের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, জকিগঞ্জ সমিতি অব মিশিগানের সভাপতি সৈয়দ শফিক, কমিউনিটি এক্টিভিস্ট ও ব্যবসায়ী রাজুর রহমান, আব্দুল কাদির, চৌধুরী ডিজু, তাহমিদ হাসান চৌধুরী, বাবুল মিয়া সুহেল, মোহাম্মেদ মুকিত, রুহেল আমিন, ফয়েজ উদ্দীন, ব্যবসায়ী হাসান খান, সায়ীদ মোতাহার প্রমূখ।
উল্লেখ্য বাংলাদেশি মুকীম চৌধুরীর মিশিগান ষ্টেটের শেলবি টাউনশিপে নিউ লিটল ইন্ডিয়ান নামে আরেকটি রেস্টুরেন্টে রয়েছে এবং ওয়ারেনে সিটিতে নতুন সংযোজন স্বাদ দেশী ক্যুইসিন, গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত সকলে নতুন ব্যাবসা প্রতিষ্ঠানকে সর্বাত্মক সফলতা কামনা করেন।
Posted ১২:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com