মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 233 বার পঠিত
ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রবাসীদের সহজভাবে পৌঁছে দিতে উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলেট সেবার কার্যক্রমের অংশ হিসেবে ভিচেন্সা শহরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা।
বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের আয়োজনে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় দুইদিনে প্রায় এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি এই সেবা গ্রহণ করেছেন। ভিচেন্সার এ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশীপ সহ নানান সুবিধাগুলো গ্রহণ করেন। ভিচেন্সা প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন , মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ, শ্রম কনসাল সাব্বির আহমেদ , ভাইস কনসাল মো: তাজ উল ইসলাম প্রমূখ।
ভিচেন্সা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যাবসায়ী এমদাদুর রহমান এমদাদ, আফেল আহমেদ আপেল, তারেক আহমেদ, শিবলী সাদিক, কামরুজ্জামান বকুল, মাসুদ আলী সহ অনেকেই এই সেবাদানে সহযোগীতা করেন। এবং মিলান কনসাল জেনারেল সহ সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিলান কনস্যুলেট এই কার্যক্রমের ধারাবাহিকতা রাখাতে অন্তত বছরে ২ থেকে ৩ বার অনুরোধ জানান তারা।
কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ তার ব্যক্তব্যে বলেন, এই কনস্যুলেট সার্ভিস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতেও ভিচেন্সার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও আগামীতে কনস্যুলেট সেবা দেবার আশ্বাস দেন। এছাড়াও এক প্রশ্নের জবাবে রোম টু ঢাকা বাংলাদেশ বিমান আগামী বছরের মার্চ মাসে চালু হলে মিলান বা ভেনিসে ট্রানজিটের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের কথা জানান। সে সময় কনসুলেট সেবা গ্রহন কারীরা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সে সময় উত্তর ইতালির বেশ কয়েটি শহর হতে আগত প্রবাসী বাংলাদেশীরা সেবা গ্রহন করেন। ভ্রাম্যমান সেবা অব্যাহত রাখার জোর দাবি জানান।
Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com