পলাশ শীল ওমান প্রতিনিধি | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 249 বার পঠিত
ওমানে বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে মাস্কাট দূতাবাস মিলনায়তনে আগামী ৩০ ডিসেম্বর শনিবার নানা কর্মসূচি ও আয়োজন করা হয়েছে। এবং পরবর্তী ৩১ ডিসেম্বর ২০২৩ হতে ৪ জানুয়ারি ২০২৪ পযন্ত বিশেষ সেবা সপ্তাহ পালিত হবে। গতকাল বাংলাদেশ দূতাবাস মাস্কাট অফিস থেকে কাউন্সেলর (শ্রম) রফিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ৩১ ডিসেম্বর ২০২৩ জাতীয় প্রবাসী দিবস ২০২৩ শুভ উদ্বোধন, ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা বিকাল ৫ টায় দূতাবাস প্রাঙ্গনে। ৩১ ডিসেম্বর ২০২৩ হতে ৪ জানুয়ারি ২০২৪ রবিবার থেকে বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি কর্মীকে ফ্রী মেডিক্যাল সেবা প্রদান,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও প্রবাসী কার্ড প্রদান,প্রবাসীদের দেশে আইনী সহায়তা, ওমানে আইনী সহায়তা, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা, অসুস্থ- দূর্ঘটনায় আহত , শারীরিক ভাবে অক্ষম প্রবাসীদের সুচিকিৎসার প্রদানে ব্যবস্থা করা এবং প্রয়োজনে দেশে ফেরত পাঠানো ব্যবস্থা করা, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ও অন্যান্য সেবা প্রদান। প্রবাসী কর্মীদের বিবিধ সমস্যা সমাধানকল্পে গণশুনানির গ্রহণ। স্থান দূতাবাস প্রাঙ্গন প্রতিদিন সকাল থেকে অফিস চলাকালীন সময়ে। ৩১ ডিসেম্বর রবিবার দুপুর ৩.০০ টায় ডিপিডি, রুই মাস্কাট এ সেইফ হাউজের নারী কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
১ জানুয়ারি ২০২৪ সোমবার দুপুর ১.০০ টায় ডিপিডি, রুই,মাস্কাট এ সেইফ হাউজে অবস্থানরথ নারী কর্মীদের উন্নত খাবার পরিবেশন। ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ১০.০০ টায় মাস্কাটে অবস্থিত বিভিন্ন কোম্পানি ক্যাম্প,বাসস্থান,অফিস, প্রকল্প পরিদর্শন ও ১০.০০ টা থেকে ২.০০ টা পযন্ত দূতাবাস প্রাঙ্গনে প্রবাসীদের বিবিধ সমস্যা সমাধান নিমিত্ত বিজ্ঞ আইনজীবী দ্বারা আইনী সহায়তা প্রদান। ৩ জানুয়ারি ২০২৪ বুধবার মাস্কাটে সকাল ১০.০০ টায় লেবার কোর্ট ও থানা পরিদর্শন।
৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার মাস্কাটে সকাল ১০.০০টায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা কেন্দ্র পরিদর্শন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উল্লেখিত উক্ত কর্মসূচিতে ওমানে বসবাসরথ প্রবাসী বাংলাদেশি নাগরিকগন কে অংশ গ্রহণ জন্য আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হলো।
Posted ১২:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com