কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 456 বার পঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির মদিনা রেষ্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষনাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সিলেট জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও আমুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি, কাজী এবাদ, মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা, মিশিগান জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান প্রমুখ।
এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মিশিগান বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদত কামাল হোসেন লিলু ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com