কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 681 বার পঠিত
রোববার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের মেডিসন হাইটস সিটির ২৩৫৭ ওয়েস্ট ফোরটিন মাইল রোডস্থ মৃধা নিউ ইভেন্ট সেন্টার আয়োজিত অন লাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসক ড. দেবাশীষ মৃধা তিনি তার বক্তব্যে বলেন, সুপ্রভাত মিশিগানের সাথে রয়েছে আমার রয়েছে অপরিসীম ভালো লাগা ও ভালোবাসার সম্পর্ক। আমার সংবাদপত্র পাঠের আনন্দের সবটুকু অংশজুড়ে রয়েছে এই পত্রিকাটি। প্রতিদিনই সুপ্রভাত মিশিগানে চোখ বুলিয়ে জেনে নেই কমিউনিটির খবরাখবর। নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করে চলছে সুপ্রভাত মিশিগান। এদেশের মূলধারার সংবাদ প্রকাশসহ বাংলাদেশি, সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক সংবাদ প্রচারে দৃঢ় ভূমিকা পালন করে চলেছে। এছাড়া ভালোমানের সংবাদিকদের নিয়ে গড়ে উঠেছে সুপ্রভাত পরিবার।
সুপ্রভাত মিশিগানের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার সভাপতিত্বে এবং বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক ও প্রকাশক চিন্ময় আচার্য্য, বাংলা প্রেসক্লাব মিশিগান এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, শিব মন্দির টেম্পল অব জয়ের প্রধান প্রিস্ট পুর্নেন্দু চক্রবর্তী অপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, সুপ্রভাত মিশিগানের বার্তা সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সহযোগি সম্পাদক আশিকুর রহমান, ফিচার এডিটর সৈয়দ আসাদুজ্জামান সুহান প্রমূখ।
সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানে প্রধান অতিথি ড. দেবাশীষ মৃধা সহ অতিথিরা। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুপ্রভাত মিশিগানকে নিয়ে স্বরচিত একটি গান পরিবেশন করেন সুলায়মান আল মাহমুদ।
সুপ্রভাত মিশিগানের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধা বলেন, স্থানীয় অনেক সুন্দর সুন্দর সংবাদ বাংলায় অনুবাদ করে পাঠকের মন কেড়ে নিয়েছে সুপ্রভাত মিশিগান। এ কারণে নিউজ পোর্টালটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সৈয়দ শাহেদুল হক বলেন, সুপ্রভাত মিশিগান হাটি হাটি-পা পা করে ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এটি অনেক আশার কথা। সুপ্রভাত মিশিগান আরও এগিয়ে যাক এই কামনা করি।
বাংলা প্রেসক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল বলেন, মিশিগানের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ডেট্রয়ট নিউজের প্রতি মুহুর্তের স্থানীয় সংবাদগুলো বাংলায় অনুবাদ করে ইতোমধ্যে অনলাইন জগতে সাড়া ফেলেছে সুপ্রভাত মিশিগান। কেননা এখানকার বাংলা ভাষাভাষীদের অনেকেই হয়তো ইংরেজি জানেন না, তারা মিশিগানের এই খবর গুলো বাংলায় পড়তে পারছেন। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে বাংলা ভাষাভাষী পাঠকরা উপকৃত হবেন।
প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু বলেন, প্রবাসী সাংবাদিক চিন্ময় আচর্য্য এর সম্পাদনায় প্রকাশিত অন লাইন নিউজ পোর্টালটি মিশিগানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রবাসে এসেও পত্রিকাটির সম্পাদক ছাড়তে পারেননি সাংবাদিকতার নেশা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী বলেন, সুপ্রভাত মিশিগান পঞ্চম বছর পার করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে। পত্রিকাটি প্রবাসীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটি যাত্রা শুরু করেছিল ২০১৮ সালের ৩১ ডিসেম্বর।
সম্পাদক চিন্ময় আচার্য্য বলেন, সাংবাদিকতা একটি মহৎ সম্মান জনক ও জনসেবামূলক পেশা। আবার সাংবাদিকতা খুবই চ্যালেন্জিং এবং বিপদ জনকও। এরপরও আমি কলেজ জীবনের শুরুতেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেই। পরবর্তীতে এই পেশাকেই আমি আমার জীবিকা হিসেবে গ্রহণ করি। এ পেশায় সত্য প্রকাশে সব সময় ছিলাম অনড়। আমি আমার লেখনিতে আমার স্বজন ও বন্ধু বান্ধব কাউকেই ছাড় দেইনি। সাংবাদিকতা জীবনে স্থানীয় প্রশাসনের সাথে আমার সম্পর্ক ছিল চমৎকার। আবার সত্য সংবাদ লিখতে গিয়ে প্রশাসনের রোষানলেও পড়েছি অনেকবার। সাহসী সাংবাদিকতা করতে গিয়ে আমি রাতের পর রাত বাসায় থাকতে পারিনি। বহুবার পেয়েছি জীবন নাশের হুমকি। কিন্তু হার মানিনি প্রবাসে এসেও এই পেশাটিকে ছাড়তে পারিনি।
Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com