মোঃ পাপুল সরকার,গাইবান্ধা প্রতিনিধি | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 166 বার পঠিত
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখা । শনিবার গাইবান্ধার পূর্বপাড়াস্থ জেলা কার্যালয়ে নাসিব গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি
প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন বলেন,এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে নাসিব এর উদ্যোগে আমরা আপনাদের ডেকেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি গাইবান্ধার বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাসিব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জানে আলম সোহেল, পরিচালনা পরিষদের পরিচালক বেলাল হোসেন, ফয়সাল কবির,সিফতান খান, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহাবুবা সুলতানা ও পরিচালক হোসনে আরা সুরভী প্রমুখ।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com