ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 486 বার পঠিত
দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি।
আগামী শুক্রবার ১৯ জানুয়ারী সকাল ০৮ টায় তিনি কক্সবাজার বিমানবন্দর পৌঁছে সার্কিট হাউসে বিশ্রামের পর বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসন সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন৷
পরেরদিন শনিবার সকাল দশটায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যলয়ে মতবিনিময় সভায় অংশ নিবেন৷ সেখানে থেকে তিনি উখিয়া শরনার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে বের হবেন। তিনি শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন । দুপুরের পর মন্ত্রী সার্কিট হাউসের উদেশ্যে রওনা দিবেন।
বিকেল ৫ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন।
উল্লেখ্য শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ বারের মত সরকার গঠন করে শপথ নেওয়া মন্ত্রীসভার প্রথম কোন সদস্য কক্সবাজার সফর করবেন।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com