মোঃ পাপুল সরকার,গাইবান্ধা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত
প্রশিকা তুলসীঘাট শাখা অফিস থেকে গরীর ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রশিকা বাংলাদেশের একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসুচির আওতায় প্রতিবছরের ন্যায় এবছরও গাইবান্ধা জেলার জন্য ১২০০টি কম্বল বরাদ্দ করেছেন। এই কম্বলগুলো গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিস থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
১৭ জানুয়ারি বুধবার বিকাল ৩ঘটিকায় ৪র্থ দিনে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট শাখা কার্যালয় থেকে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুমান্ত কুমার মাহাতো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সরকার,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক কামরুজ্জামান সামাদ । সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক রিপন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মদনেরপাড়া শাখা ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়, সুন্দরজাহানের শাখা ব্যবস্থাপক আলেয়া জেসমিন,উন্নয়ন কর্মী খোকন, আলীম, নিত্য, তানিয়া, লতিফ, আশাদুল, হিরা খাতুন রিপন, সবুজ, মেরাজুল, পাপিয়া, আলতাফ, নাছরিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশিকার বিভিন্ন কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকার সকল স্তরের কর্মীবৃন্দ।
Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com