নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 174 বার পঠিত
দীর্ঘ ৮৮ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী। বৃহস্পতিবার (১৮ অক্টোবর ) বিকেল ৪ টার পর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
মঞ্জুর এলাহীর মুক্তি উপলক্ষে দুপুরের পর থেকেই দলে দলে ছোট ছোট মিছিল সহকারে জেলা কারাগারের সামনে হাজির হতে থাকে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ। জেলা শহর সহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জমায়েত হন জেলা কারাগার প্রাঙ্গণে। প্রিয় নেতার মুক্তিতে সবার চোখে মুখে উচ্ছ্বাস আনন্দের ছবি ফুটে উঠে।
মুক্তির পর নেতাকর্মীরা মঞ্জুর এলাহীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ছাদ খোলা গাড়িতে করে হাজারো নেতাকর্মীকে সাথে নিয়ে শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিন করে শহরের ব্রাক্ষ্মন্দী মোড়ে নেতাকর্মীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে মঞ্জুর এলাহী বলেন, দীর্ঘ ৮৮ দিন কারাবাসের পর আপনাদের আজ মুক্তি পেলাম। জালিম সরকার আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করে আটকে রেখেছিল। এক মঞ্জুর এলাহী কে গ্রেফতার করে জিয়ার সৈনিকদের দাবিয়ে রাখা যাবেনা।
এর আগে গত ২৩ অক্টোবর নাশকতা মামলায় গ্রেফতার হন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী। এর পর থেকে একাধিক বার জামিন আবেদন করা হলেও নামঞ্জুর করে আদালত।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com